কুমিল্লার প্রাণকেন্দ্র লাকসাম উপজেলা, আর এই উপজেলা ১৯৮৫ সালে নির্মীত লাকসাম প্রেসক্লাব হাঁটিহাঁটি পা পা করে ৩৯ বছর পেরিয়ে ৩০ বছরে পদার্পন করলো।
৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সংগঠনের সকল সদস্যদের অংশগ্রহণে লাকসামের অন্যতম স্কাউ লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে লাকসাম প্রেসক্লাবের নতুন লগো উন্মোচন করেন এবং পায়রা উড়িয়ে লাকসাম প্রেসক্লাবের প্রবীন সাংবাদিকগণ।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও দোয়া ও মোনাজাত শেষে একটি বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে জন্মদিন পালন করার আগেই সকল সদস্যদের মাঝে প্রেসক্লাবের লোগো সম্মিলিত পাঞ্জাবি ও ক্যাপ এবং নারী সাংবাদিকদের বোরকা উপহার দেওয়া হয়।

১৯৮৫ থেকে ২০২৪
১৯৮৫ সালের ৫ ডিসেম্বর নির্মীত হয়ে সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে এই প্রতিষ্ঠানটি তারই ধারাবাহিকতায় আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
লাকসাম প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আরিফুর রহমান স্বপন ও সদস্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মনির আহমেদ।
মনোমুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন চুন্নু, চন্দন সাহা, জামাল উদ্দিন স্বপন, শাহ মোঃ নুরুল আলম, আবদুল মান্নান মজুমদার, নাজমুল হাসান, হামিদুল ইসলাম, জিল্লুর রহমান, আবদুল মালেক হিরণ, দেলোয়ার হোসেন মনির, নাজমুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে লাকসাম প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।


















