ময়মনসিংহের ভালুকায় দরিদ্র মোতালেবের বাড়িতে যাওয়ার মুল রাস্তা বন্ধ করায় যাতায়াতে বাঁধা দেয়ার কারনে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আঃ মোতালেব উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ কৃঞ্চাপুর পাড়ায় নায়েব আলীর কাছ নিকট থেকে ১৬ শতক জমি ক্রয় করে ঘর বাড়ি করে বসবাস করে আসছিল নায়েব আলী মারা যাবার পর তার ছেলেরা আমার বসত বাড়িতে যাওয়ার মুল রাস্তা বন্ধ করে দেয়, আমি কোন দিক বেদিক না পেয়ে গ্রামের গন্যমান্য ব্যাক্তি বর্গদের সাথে কথা বলি, তাতেও কোন কাজ হয়নি। উপায়ান্ত না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করি। ইউনিয়ন পরিষদে একটি সালিশ দেয়া হয়েছিল।
ওই ঘটনায় আঃ মোতালেব বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে গত ৩ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘড় থেকে বেড় হতে পারছেনা মোতালেব এবং কি তারা বিভিন্ন হুমকি-টুমকি দিচ্ছে রাস্তা যাগা কি তর বাবা। থানায় না গিয়ে ছিলে পুলিশ রাস্তা দেবে। পুলিশকে এসে রাস্তা দিয়ে দিতে বল। এই সব গালি দেয় মোতালেব মিয়া যানায়।
এলাকার ইউপি সদস্য মোঃ আবু সাঈদ জানান আমি তাদের নিয়ে অনেকবার বসেছি কিন্তু প্রথমে রাস্তা দেয় আমরা চলে গেলে পরে ওই রাস্তায় তাদেরকে যেতে দেয় না এই বিষয়ে আমার আর কিছু বলার নেই । মোতালেব হতদরিদ্র একজন গরিব মানুষ অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে । হে অত্যন্ত একজন ভালো মানুষ । এই বিষেয়ে শাহিনের সাথে যোগাযোগ করলে শাহিনের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
















