বরুড়ায় জুলাই -আগষ্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে নভেম্বর মঙ্গলবার সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং এর সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ মুহিবুস সালাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুশরাত সুলতানা তনু বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১(বরুড়া) ‘র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বরুড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ আহত ও শহীদ পরিবারের সদস্য বৃন্দ। নিহত তিন পরিবার এবং উপস্থিত আহত পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। এ সময় বক্তরা বলেন ২৪ এর জুলাই -আগষ্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে প্রতিবছর তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্বরণ সভা আয়োজন করার দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর শিক্ষার পরিবেশ তৈরী করতে প্রশাসনের প্রতি আহবান জানান।


















