পরের কারণে, পরের মরণে,
নিজেকে করেছি পরের।
সুখটুকু আর নাহি খুঁজি আজো
সুখ গেছে মোর ঘরের।
পরের স্বার্থ দেখিবে যে জন,
পরের উপকারে,
সেই তো দোষী,সেই তো কু’জন
নিজে রয় অনাহারে।
পরের তরে বিকিয়া জীবন,
ছিনিয়া নিবে যে নিজের মরণ,
সমাজে সংসারে সেই তো লোভী
অন্যের ঘৃণা করিয়া বরণ।
পর পর করে করিয়া তুচ্ছ,
নিজের জীবনে শ্যাওলা গুচ্ছ,
জল ভরা দুটি আঁখি,
পরের কারণে নিজের ঘরের
উড়ে যায় সুখ পাখি।
পাণ্ডুলিপি সংরক্ষিত ##### ০৫/০৭/২০২৪ ইং।
















