ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদ (গোমতী)-এর ১৬৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা কলেজের বিজয় চত্বরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য অনুমোদিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়দুর রহমান শিবলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতাউল্লাহ আতাউর। নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি: এনামুল হাসান জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ফাহিম মুনতাছির, যুগ্ম সাধারণ সম্পাদক: নাহিন হাসান, সাংগঠনিক সম্পাদক: রাফসান জিসান, দপ্তর সম্পাদক: সুলেমান সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. মুমিনুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক: সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদ।
নেতৃবৃন্দের অঙ্গীকার:
নতুন কমিটির সভাপতি ওবায়দুর রহমান শিবলী বলেন, “আমাদের লক্ষ্য ঢাকা কলেজে কুমিল্লার শিক্ষার্থীদের মধ্যে একতা তৈরি করা এবং তাদের জীবনের লক্ষ্য অর্জনে সহযোগিতা প্রদান। আমরা ইতিবাচক কাজের মাধ্যমে সংগঠনকে সকলের জন্য একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”
সাধারন সম্পাদক মোঃ আতাউল্লাহ আতাউর বলেন, ননবগঠিত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক করায় আমি আল্লাহ কাছে শুকরিয়া,ছাত্রদের কল্যাণে কাজ করতে পারা এটা একটা বড় সৌভাগ্যর বিষয় আর এই সুযোগ টা যে বড় ভাইয়ে করে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি ভালো কাজ এর মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায় আর সে ভালোবাসাকে সামনে রেখে সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে কুমিল্লা ছাত্রকল্যাণকে একটি শক্তিশালি ও গতিশীল ইউনিটে পরিনত করবো। কুমিল্লা ছাত্রকল্যাণ হবে প্রতিটি জেলার ছাত্রকল্যাণ থেকে ইউনিক। আমাদের ছাত্রকল্যাণ ছাত্রদের প্রতিটি কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে, যেকোনো ভালো কাজে আমাদের সর্বোচ্চ অংশগ্রহণ থাকবে,শুধু কুমিল্লা জেলার ছাত্রকল্যাণে সীমাবদ্ধ থাকবে না সামগ্রিক ভালো কাজে অংশগ্রহণ থাকবে।
দপ্তর সম্পাদক সুলেমান সরকার বলেন, “উপদেষ্টা মণ্ডলীর প্রতি কৃতজ্ঞ যে আমাকে দপ্তর সম্পাদক নির্বাচিত করেছেন। আমি ছাত্রকল্যাণে সর্বদা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা একে অপরের পাশে থেকে কুমিল্লার নাম আরও উজ্জ্বল করতে চাই। ইনশাআল্লাহ, সবাই মিলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করব।”
নেতৃবৃন্দ আরও জানান, তারা শিক্ষার্থীদের উন্নয়ন, সহায়তা এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে কাজ করবেন। সকলের সম্মিলিত সহযোগিতায় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদ আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

















