আজ ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী থানার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আলমীর ও ছাব্বির নামক ২ মাদককারবীকে আটক করা হয়।
আটককৃতরা হলোঃ ১/ চট্রগ্রাম জেলার বন্দর থানা পূর্ব নিমতলা (দিয়ার বাড়ী) গ্রামের মৃত হাজ্ব্বী মোঃ ইউনুসের ছেলে মোঃ আলমগীর হোসেন (৫১) ২/ একই জেলা ও থানার পূর্ব নিকতলা (খয়রাতি মাঝির লেন) গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ ছাব্বির হোসেন টুটুল (৩৫)।

র্যাব-১১ কুমিল্লা এর ধারাবাহিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করে এই দুই আসামী থেকে ১৪৬ পিচ ফেন্সিডিল ও একটি ট্রাক আটক করে এবং আসামীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান বলে এক প্রেস রিলিজে এই তথ্য জানান কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
















