সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই মামলার আরেক আসামি তানভীর ভূঁইয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ মঙ্গলবার তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
আজ তানভীর ভূঁইয়াকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আবেদন করে ডিবি। জবানবন্দি রেকর্ডের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে যে হত্যার পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সহযোগী শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর। জবানবন্দিতে তিনি এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করেছেন।


















