ঢাকা আজ বুধবার , ৩ জুলাই ২০২৪ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

আলোচিত এজাজ হত্যা মামলার আসামি হাইকোর্ট জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হত্যার হুমকির অভিযোগ।

প্রতিবেদক
bbcbarta
জুলাই ৩, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

কুমিল্লার হাউজিং এস্টেট স্বামী -স্ত্রী ‘র মধ্যকার দাম্পত্য কলহ মেটাতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়ে ডাবল মার্ডার কেইচের কুক্ষাত সন্ত্রাশী পলাশের হাতে থাকা ছেনির কোপেরকাঘাতে নিহত হয় এজাজ (৩০)।এব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জড়িত থাকা ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়, হত্যা মামলার ৩ আসামি পলাশ,আমিনুল ইসলাম দুলাল এবং ইকবাল হোসেন হাইকোর্ট থেকে জামিন পায়,মামলার ২ নং আসামি আকাশ এখনো পলাতক,মামলার ৫ নং আসামি জামাই দুলাল মৃত্যু বরণ করে, হত্যা মামলার বাদী নিহত এজাজের বড় ভাই বাদী মো: শাহাজাদা জিশান (৫২)সহ পরিবারের ও স্বাক্ষীদের হত্যার ‍হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছেন বাদী পক্ষের লোকজন।

এজাজ হত্যা মামলার এজহারভুক্ত পাঁচ জন আসামির মধ্যে মামলার ১নং আসামি মো: পলাশ (৩২) পিতা-মাতু মিয়া কুমিল্লা নগরীর নুরপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা । এজাজ হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে জীবননাশের হুমকি দিচ্ছে বলে মামলার বাদী জানান।তিনি আরো জানান, ‘আমরা ন্যায়বিচারের জন্য আমিসহ আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা সহ মামলার স্বাক্ষীগণের নিরাপত্তার ব্যবস্থা করা এবং বাকি আসামিদের দ্রুত শাস্তি এ ন্যায় বিচার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।মৃত এজাজ হত্যা মামলা ঘটনার তথ্য বিবরণীতে নিহতের বড় ভাই এজাজ হত্যা মামলা প্রত্যাহারের হুমকি দিলে সকল ঘটনা এবং হত্যার স্থানের বিবরণ দিয়ে বলেন,….
এ ব্যাপারে আমি বাদী হয়ে গত ১৭/০৯/২০২৩ তারিখ আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে জিডি নং -১৫৪৪ তারিখ :১৯/০৯/২০২৩ইং। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতার তদন্তের জন্য চকবাজার ফাঁড়ির এ,এস,আই জিবন কৃষ্ণ মজুমদার কে হস্তান্তর করিলে ঘটণার সত্যতা পায় এবং এর প্রতিবেদন কোর্টে জমা দিলে কোর্টে একটি নন জি,আর মামলা হয় মামলা নং ৫০৬/২৩.
তিনি আরও জানান উক্ত আসামি অতন্ত্য দূর্দর্ষ্য প্রকৃতির তার বিরুদ্ধে দলিল উদ্দিন এর ছেলে তামজিদ বিন আহমেদ (৩৮) বেআইনি জনতাবন্ধে মারধর করিয়া গুরতর জখম,শ্লানতাহানি ও হুমকি প্রদানের অপরাধে (the penal code :186) ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩৫৪/৫০৬ অনুযায়ী আসামি পলাশ কিছুদিন হাজতে থেকে জামিনে আসে।
উক্ত আসামি বর্তমানে প্রতিদিন তার লোকজন নিয়ে এলাকায় বিরাজ করে এবং ছোট ভাই এর হত্যা মামলা প্রত্যাহার করার জন্য স্বাক্ষী সহ পরিবার পরিজনকে অনবরত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমরা জীবননাশের হুমকির মধ্যে রয়েছে বলে নিহতের বড় ভাই অভিযোগ করেন। উল্লেখ্য গত ৪/২/২০১৯ সালে দাম্পত্য কলরহ মিটাতে গিয়ে প্রকাশ্যে দিবালোকে খুন হয় এজাজ।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও শোক বইয়ে স্বাক্ষর

আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা: তারেক রহমান।

এমপি আনোয়ারুল হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তানভীর

এমপি আনোয়ারুল হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তানভীর

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ), কুমিল্লা দ: জেলা কমিটি গঠন। সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক অপু, সাংগঠনিক সোনিয়া।

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

কুমিল্লায় স্কুল ছাত্রকে বলাৎকার করে হত্যা; গ্রেপ্তার এক।

ঐক্য -ই পরিবর্তন আবারও প্রমানিত।

দেশ পুনরায় স্বাধীন হলেও চাঁদাবাজি বন্ধ হয় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের।

একজন চরিত্রহীন, সুধখোর, চাদাবাজ ও সন্ত্রাসী কি করে মসজিদের সেক্রেটারি হয়?

সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত – পাঠদান ব্যাহত।