কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ২০২৬ সেশনের সাংগঠনিক কাঠামো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নূর ইসলাম মোল্লা। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও নীতিমালার আলোকে দায়িত্বশীল ও অভিজ্ঞ কর্মীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত নেতৃত্বের মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আদর্শিক ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এ সময় নবনির্বাচিত দায়িত্বশীলদের জন্য দোয়া কামনা করে বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন এবং সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান করেন।


















