ঢাকা আজ মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

লাকসামে বিএনপির নেতা প্রথমে ধর্ষণ, পরে মারধর ও ৫০ হাজার টাকা দাবী, এলাকা থেকে তাড়িয়ে দিলো হাসেম।

প্রতিবেদক
bbcbarta
অক্টোবর ১৫, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ

লাকসামে বিএনপির নেতা প্রথমে ধর্ষণ, পরে মারধর ও ৫০ হাজার টাকা দাবী, এলাকা থেকে তাড়িয়ে দিলো হাসেম।

বিশেষ প্রতিনিধি:: কুমিল্লার লাকসাম পৌরসভা ১ নং ওয়ার্ড মিশ্রী গ্রামের ভাড়াটিয়া লাকি বেগম। নোয়াখালি থেকে এসে প্রতিবন্দি স্বামী ও ২ সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে লাকসাম জংশন এলাকার মিশ্রী দারোগা বাড়ির পাশেই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করলেন প্রতিবন্ধী শাহাব উদ্দিনের স্ত্রী লাকি বেগমসহ তাদের ২ সন্তান।

গত ০৫ অক্টোব শনিবার দিবাগত রাত ১১ টায় শ্রীপুর গ্রামের বিএনপি নেতা আবুল হাসেম, মিশ্রী গ্রামের মনির, রায়হান সহ অজ্ঞাত আরও ৩ জন হঠাৎ তাদের বাসায় গিয়ে পরের দিন রবিবার সকাল ১০ টায় হাসেমের সাথে দেখা করতে বলে আসলে লাকি বেগম পরের দিন লাকসাম জংশনের পাশে অজ্ঞাত বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে এবং তাকে এলোপাতাড়ি মারধর করে তার স্বামীকে কল দিয়ে ৭০ হাজার টাকা নিয়ে জংশন আসতে বলে, নাহলে তার স্ত্রীকে মেরে বস্তাবন্দী করে রেললাইনের পাশে রেখে দিবে বলে হুমকি দিলে, লাকি বেগমের স্বামী শাহাব উদ্দিন তার ঘরে থাকা ফ্রীজ, টিভি ও দুইটি মোবাইল বিক্রি করে দিয়ে ৩৫,৭০০ টাকা এনে হাসেম কে দিলে লাকসাম ছেড়ে যাওয়ার শর্তে লাকি বেগমকে ছেড়ে দেয়।

এইদিকে এই ঘটনার জন্য সেনাবাহিনী লাকসাম টিমের কাছে অভিযোগ করার জন্য প্রস্তুতি নিলে হাসেমের কর্মী জসিম, আনোয়ার, আবুল হাসান চাঁদপুর রেলগেইট নামক স্থানে তাদের গতিরোধ করে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার আশায় তাদের ফেরত পাঠায়।

গুরুতর আহত লাকি বেগমের স্বামী শাহাব উদ্দিন জানান, আমার স্ত্রী দুই সন্তান নিয়ে ভিক্ষা করে। আর আমার স্ত্রী জংশন বাজারের পূর্ব পাশে গোল চত্তরে শেখ মজিনুর রহমানের মোড়াল ভাংগা দেখতে পেয়ে তার মোবাইলে ছবি তুলেছিলো।

আহত লাকি বেগম জানান, আমাকে রবিবার ১০ টায় হাসেমের সাথে দেখা করতে বলায় আমি সকালেই হাসেমের সাথে দেখা করার জন্য জংশন এসে তাকে কল দেই। পরে তার বাসায় যাওয়ার জন্য বলে। আমার কাছে টাকা না থাকায় আমি জংশন থেকে হেটে তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেই। তার বাড়ির একটু আগে খোলামেলা নতুন একটা একটা ৪ তলা বিল্ডিংয়ে উঠায়। প্রথমে আমাকে ধর্ষণ করে পরে আমাকে মারধর করে আমার স্বামীর কাছ থেকে ৩৫,৭০০ টাকা নিয়ে যায়।

সর্বশেষ - ইসলাম