লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে প্রবাসীদের উদ্যোগে ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবদুল্লাহ আল মাহমুদ খসরুর সার্বিক দিকনির্দেশনায় কান্দিরপাড় ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার ন্যায় কুমিল্লার লাকসাম উপজেলা ও বন্যার পানিতে তলিয়ে যায়। এসময় মানুষের দু:খ দুর্দশা দেশে অত্র এলাকার প্রবাসীদের উদ্যোগে সবার ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন কান্দিরপাড় উত্তর ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
ত্রাণ সামগ্রীর তালিকায় ছিলো ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ২ প্যাকেট বিস্কুট, ২ লিটার খাবার পানি, ১ প্যাকেট মশার কয়েল, ১০ টি করে খাবার স্যালাইন, ১টি গ্যাস লাইট ও এক পাতা নাপা ট্যাবলেট, ইত্যাদি।
















