ভালোবাসি তোমার
আফরোজা সরকার
ছোট্ট দুটি শব্দ, "ভালোবাসি তোমায়",
কিন্তু কী অসীম তার শক্তি ।
আমার শূন্য জীবন কানায় কানায় পূর্ণ আজি
শুধু তোমারই জন্য;
তোমার ভালবাসায় সিক্ত এ হৃদয় ।
সবই ছিলো আমার, কিন্তু, নিঃসঙ্গ ছিলাম ভীষণ" ভালোবাসাহীন জীবন আসলে মৃত্যুরই নামান্তর ।
সব কিছুর বিনিময়ে তাই চেয়েছিলাম শুধুই
তোমার ভালোবাসা, আর কিছুই নয় ।
তোমায় ভালোবাসি তাই ভীষণ ।
জানি একদিন এ হৃদস্পন্দন যাবে থেমে,
তবু শেষবার স্পন্দিত হওয়ার আগে
ধ্বনিত হবে শুধুই তোমার নাম ।
কারণ তুমি ছাড়া এ হৃদয়ে
আর নেই তো কারো ঠাঁই ।
হৃদয়ের গভীরে যে কষ্ট রয়েছে গোপন,
অধরে যা কখনোই যায় না বলা;
বাঁধ ভাঙা অশ্রুতে অধরোষ্ঠ কেঁপে
আজি এই বৃষ্টিতে ভিজে তারই প্রকাশ পাওয়া -"ভালোবাসি তোমায়"।
দিন যায় রাত যায়, ভালোবাসি তোমায়;
নির্ঘুম কাটে রাতের পর রাত তোমার অপেক্ষায় ।
মন শুধু তোমাকেই চায়, আর কিছুই চায় না তো এ হৃদয়;
ভালোবাসি, ভালোবাসি
আমি শুধু ভালোবাসি তোমায় ❤❤