আব্দুল্লাহ আল মানছুরঃ
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত কুমিল্লা-৩(মুরাদনগর) সংসদীয় আসনের প্রার্থী ইউছুফ সোহেল এর বিরুদ্ধে অপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত প্রার্থী ইউছুফ সোহেল।
বুধবার(৩১ডিসেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা নগরীর স্থানীয় অডিটোরিয়ামে কুমিল্লা-৩ আসনের জামায়াত মনোনিত প্রার্থী ইউছুফ সোহেল অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ইউছুফ সোহেল সাংবাদিকদের বলেন-৫০০ মানুষের টাকা লুট করার মৌখিক অভিযোগের কোন প্রমান নেই, যা ভিত্তিহীন, মিথ্যাচার ফেসবুক সংবাদ। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করার কারনে প্রতিদ্বন্ধী প্রার্থীরা আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
জামায়াত প্রার্থী ইউছুফ সোহেল সেতুবন্ধন ফুড এন্ড বেভারেজ কোম্পানীর নিকট ৪ কোটি টাকা পাওনা রয়েছেৃ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেন। সেতুবন্ধন ফুড এন্ড বেভারেজ কোম্পানি আমার পরিবার ও আত্মীয় স্বজনের টাকা পরিশোধ করতে না পেরে মুরাদনগর উপজেলার কৈয়াপাথর গ্রামের কানিজ ফাতেমা, নজরুল ইসলামসহ কোম্পানির অন্যান্য সদস্যরা আমাকে জয়েন্ট স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম কার্যালয়ের মাধ্যমে সেতুবন্ধন ফুড এন্ড বেভারেজ কোম্পানীর চেয়ারম্যান পদে নির্বাচিত করে। দীর্ঘ ২ বছর কোম্পানির নীতিমালা অনুযায়ী পরিচালনা করে আসলেও আমার বিরুদ্ধে(জামায়াত প্রার্থী)কোন প্রকার অভিযোগ বা দুর্নীতির প্রমাণ কেউ করতে পারেননি। বর্তমান সময়ে কোম্পানির নিকট এখনো আমি ৪ কোটি টাকা পাওনা আছি। আমার পাওনা টাকা কোম্পানির সদস্যরা পরিশোধ করতে না পেরে অহেতুক অনলাইনে মিথ্যা গুজব রটাচ্ছে।
জামায়াত প্রার্থী ইউছুফ সোহেল সংবাদ সম্মেলনে আরো বলেন, একটি কুচক্রী মহল আমার ভোটের মাঠের জনপ্রিয়তা, সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্য নিয়ে এ ধরনের মিথ্যা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। মিথ্যাচার ফেসবুক সংবাদ পরিবেশন থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য যে মুরাদনগর থানায় জামায়াতে ইসলামীর মনোনিত কুমিল্লা-৩ আসনের প্রার্থী ইউছুফ সোহেল মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে সাংবাদিকদের জানান।