কুমিল্লা রেইসকোর্স গজেন্দ্র হোমিও হলের স্বত্বাধিকারী হোমিও চিকিৎসক ডাঃ প্রান্তোষ দত্তের গর্ভধারিনী মাতা স্বর্গীয় মালতী রানী দত্তের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়।
গত ২৪ নভেম্বর রবিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন দূর্গাপুর “গজেন্দ্র দত্ত” বাড়ীতে এ শ্রাদ্ধকার্য অনুষ্ঠিত হয়।
জানা যায়- তদুপলক্ষে সকালে মৃতার আত্মার সৎগতি কামনায় শ্রাদ্ধকার্য শেষে দুপুরে অতিথিদের শাকান্ন ভোজন এবং সন্ধ্যায় গৌতম সূত্রধরের পরিবেশনায় রামায়ণ কীর্তন ” রাজা হরিশ্চন্দ্র এর শ্মশানে মিলন”। এরপর নৈশভোজের আয়োজন করা হয়। এ ছাড়াও রামায়ণ কীর্তন শেষে ধর্মীয় সংগীত পরিবেশন করেন কুমিল্লার প্রখ্যাত শিল্পী শেফাল মজুমদার।
ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা শাসনগাছা জিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী কানু বিকাশ দে ও জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ আশীষ কুমার দে, জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার ও পুলিশলাইন গৌরাঙ্গ হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ নায়ারণ চন্দ্র পালসহ মৃতার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।
উল্লেখ যে, মালতী রানী দত্ত গেলো বছর ৬ ডিসেম্বর ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন। তিনি মৃত্যুকালে সন্তোষ কুমার দত্ত ও ডাঃ প্রান্তোষ দত্তকে দুই পুত্র এবং পুত্রবধূ ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
















