কুমিল্লা জেলার লাকসাম উপজেলার 8 নং কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা গ্রামের এক ঝাক তরুণ শিক্ষিত মেধাবীরা তা প্রমান করে দিয়েছেন। সুন্দর,সুষ্ঠ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ভাতৃত্বের বন্ধন, সৃষ্টি করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ। নেতৃত্বে ছিলেন : মোহাম্মদ শাহ্ নূর রনি, ইঞ্জিনিয়ার সোহেল এবং আনিসুর রহমান। এই কাজে তাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এই গ্রামের রেমিটেন্স যোদ্ধারা এবং ব্যবসায়ীরা। বিশেষ করে ইতালির লা-স্পাজিয়া প্রবাসী ফোরাম। আল্লাহ তাদের দানকে কবুল করুন। টানা পরিশ্রমের ফলে ওরা পৌঁছে দিয়েছে এ গ্রামের প্রায় ২৬০ টি পরিবারে খাদ্য সামগ্রী উপহার।আরো ১০০টি পরিবারের জন্য খাবার প্রস্তুত হচ্ছে।
উপহার মধ্যে রয়েছে..
১.চাউল-৫কেজি
২.তেল-১লিটার
৩.পেয়াজ-১কেজি-
৪.ডাল-১/২কেজি
৫.আলু-২কেজি
৬.মুড়ি-১কেজি
৭.লবন-১কেজি
৮.খাবার স্যালাইন
৯.আটা-2কেজি
বন্যার পানি কমতে শুরু করলে ওদের নেক্সট পরিকল্পনা হল মানুষের ঘর পুনর্বাসন করা ও ঔষধ সরবরাহ করা যদিও এটি একটি বৃহৎ পরিকল্পনা।তবে ইনশাআল্লাহ ওরা সাকসেস হবে।এজন্য সকলের কাছে দোয়াপ্রার্থী। আমিন

















