ঢাকা আজ শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা শাখার আয়োজনে ” ক্যারিয়ার গাইডলাইন” প্রোগ্রাম অনুষ্ঠিত.

প্রতিবেদক
bbcbarta
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ

২৩ নভেম্বর, শনিবার সকাল ১০ টায় নগরীর রেড রুফ . কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে শেষ হয় দুপুর ১টা বাজে । একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রোগ্রামে প্রায় দুই শতাদিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রাকিবুল ইসলামের সঞ্চালনায় মহানগর সেক্রেটারি হাছান আহমেদ উদ্বোধনী বক্তব্যে শুরু হয় অনুষ্ঠান।রাকিবুল ইসলামেত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মাসুদুল হক চৌধুরী।বার্ডের সাবেক মহাপরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মো. ইয়াছিন কাদির।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র( বুয়েট)।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
নোমান হোসেন নয়ন। সভাপতি, ইসলামী ছাত্রশিবির,কুমিল্লা মহানগর। । এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর এর সেক্রেটারি হাসান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে,  সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হতে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের শিখিয়ে গেছে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে হবে, দেশের স্বার্বভৌমত্ব কে রক্ষা করতে হবে। ইসলামী ছাত্রশিবির এই ধরনের প্রেরণা নিয়ে কাজ করে এবং শিক্ষার্থীদের তাদের সহযোগী হওয়ার আহ্বান করে। কোন শিক্ষার্থী যদি মনে করে ছাত্রশিবিরের সাথে সংযুক্ত না হয়েও সে এই নৈতিক কাজগুলো করতে পারবে, আমরা অবশ্যই স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না যৌক্তিক সংস্কার সংস্কার করতে চাই। আমরা ক্যাম্পাসে কোন বড় ভাইয়ের রাজনীতি চাই না। কোন বড় ভাই বা আদু ভাই রাজনীতি আমরা চাই না। কোন বড় ভাই যদি মিটিং মিছিলে যেতে ছাত্রদেরকে প্রভাবিত করে, সাধারণ ছাত্ররা তা রুখে দিবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছর শিবির কে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। আমাদের নামে দিয়েছে অজস্র অপবাদ। তাই অনেকে আমাদের গালি দেয়। আমরা কারো গালি কে বাধা দিবো না। স্বাধীন দেশে কারও কোন কাজে বাধা দেওয়া উচিত না।

প্রধান অতিথির বক্তব্যে ড.মাকসুদুল চৌধুরী বলেন, আজ যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তারা কিশোর গ্যাংয়ের মতো জঘন্য অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। অসৎ সঙ্গের কারণে তাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তিনি বলেন সৎভাবে তুমি যে কাজেই করোনা কেন তা তোমার ইবাদত হিসেবে গণ্য হবে। সেটা ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা রাজনীতিবিদ যাই হোক না কেন।জীবনের সৎ এবং পরিশ্রমী না হলে তুমি কখনো সফল হতে পারবে না.।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে মামলা।

কুমিল্লায় সিটি করপোরেশন প্রধান নির্বাহী প্রকৌশলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন.

লাকসামে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত.

কুমিল্লা প্রেস ক্লাবে বিশিষ্টজন ও সাংবাদিকদের সাথে আমার দেশ প্রতিনিধিদের মতবিনিময়.

মুরাদনগরে শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ সরবরাহ

ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলোনা লাকসাম.

ইলিশের শহরে লালমাই সাংবাদিক সমিতির ভ্রমণ.

কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশাল জশনে জুলুছ.

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতম

পরের কারণে By রাজিয়া আক্তার পপি❤️